Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

০১। E-কৃষির মাধ্যমে কৃষি সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছানো।

০২। কৃষি যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার

০৩। কৃষি আবহাওয়া সেবা চালু

০৪। বিভিন্ন ফসলের নতুন জাত প্রদর্শনের মাধ্যমে সম্প্রসারণ

০৫। কৃষি কর্মচারীদের দক্ষতা উন্নয়ন

০৬। লবণাক্ত এলাকায় লবণ সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত সম্প্রসারণ

০৭। জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ফল ও সবজির উৎপাদন বৃদ্ধি

০৮। কৃষকের প্রতি ইঞ্চি জমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা নিশ্চিতকরণে কারিগরী সহযোগীতা প্রদান।

০৯। মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সারের (কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সবুজসার) উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরণ;

১০। পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন এবং ভূ-উপরিস্থ পানির (Surface water) ব্যবহারে উৎসাহিতকরণ;

১১। কৃষক পর্যায়ে মান সম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ;

১২। মুজিব বর্ষ উপলক্ষ্যে পারিবারিক পুষ্টি ও সবজি বাগান, নিরাপদ কৃষকের বাজার এবং  কৃষি উৎসব বাস্তবায়ন।

১৩। ফসল উৎপাদন কর্মকান্ডের সকল পর্যায়ে খামার যান্তিকীকরণ এর ব্যবহার নিশ্চিতকরণ।

১৪। শুস্ক মৌসুমে মিষ্টি পানি সংরক্ষণ ও সরবরাহ এবং বর্ষা মৌসুমে জমির অতিরিক্ত পানি নিস্কাশনের লক্ষ্যে খাল খননের

মাধ্যমে অনাবাদী জমি চাষের আওতায় আনয়ন।

১৫। কৃষকের মাঝে উন্নত  কৃষি  প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ (কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী, মাঠদিবস, চাষী র‌্যালী

উদ্বুদ্ধকরণ ভ্রমন কৃষি প্রযুক্তি মেলা, কর্মশালা, সেমিনার ইত্যাদি)।

১৬। সম্প্রসারণ কর্মী ও কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।

১৭। সার ও সার জাতীয় দ্রব্যের সরবরাহ ও বাজারজাতকরণ, নিবন্ধন প্রদান ও নবায়ন।

১৮। কৃষি গবেষনা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন ও উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ।

১৯। কৃষি উপকরন (সার  ও  বালাইনাশক)  সরবরাহ  নিশ্চিতকরণের লক্ষ্যে  বিসিআইসি  অনুমোদিত  সার  ডিলার 

নিয়োগে সহায়তা প্রদান, খুচরা সার বিক্রেতা ও বালাইনাশক ডিলার নিয়োগ ।

২০।পানি ব্যবস্থাপণার মাধ্যমে ফসল উৎপাদন এবং সেচ কাজে ভূ-উপরিস্থ পানির দক্ষ ব্যবহারে কৃষকদের উৎসাহিতকরণ।

২১। সেচ এলাকা বৃদ্ধি এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে উৎসাহিতকরণ।

২২। সুষম মাত্রার সার ও অন্যান্য কৃষি উপকরনের দক্ষ ব্যবহারে কৃষকদের উৎসাহ/পরামর্শ প্রদান।

২৩। দূর্যোগ প্রবণ এলাকায় ঘাত সহিষ্ণু জাত ও চাহিদা ভিত্তিক প্রযুক্তি সম্প্রসারণ।

২৪।  প্রকৃতিক  দূর্যোগে  ফসলের  ক্ষয়-ক্ষতি  পুষিয়ে নেয়ার লক্ষ্যে কৃষি পুনর্বাসন এবং উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে

প্রনোদণা/সহায়তা প্রদান।

২৫।  শস্য বিন্যাসে ডাল, তেল ও সবজি জাতীয় ফসল অন্তর্ভুক্তির মাধ্যমে ফসলের বহুমূখীতা ও নিবিড়তা বৃদ্ধিকরণ।

২৬।  আউশ আমন ও বোরো ধান ক্ষেতে ১০০% পার্চিং নিশ্চিতকরণ।

২৭। কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষককে সহায়তা প্রদান।

২৮।  কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন।

২৯। জাতীয় বীজ বোর্ডের অনুমোদনের নিমিত্তে নতুন বীজের মাঠ মূল্যায়নে বীজ প্রত্যয়ন এজেন্সিকে সহায়তা প্রদান।

৩০। বিভিন্ন ফসলের বীজ উৎপাদনের নিমিত্তে লক্ষ্যমাত্রা নির্ধারণে এবং উৎপাদিত বীজ বিতরণে বিএডিসিকে  সহায়তা প্রদান।

৩১। খাদ্য শস্য সংগ্রহের নিমিত্তে মূল্য নির্ধারণে বিভিন্ন ফসলের উৎপাদন খরচ নিরুপণ করে মন্ত্রনালয়কে সহায়তা প্রদান।

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সার ব্যবস্থাপনা পরিবেশবান্ধব প্রযুক্তি সম্প্রসারণ, জলবায়ুগত পরিবর্তনের কারনে সম্ভাব্য দূর্যোগ প্রবণ এলাকা উপযোগী কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সেচকার্যে ভূ-উপরিস্থ ও বৃষ্টির পানির দক্ষ ব্যবহার, চাষী পর্যায়ে মান সম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, মান সম্মত রপ্তানীযোগ্য ফল, ঘেরের আইলে সবজী উৎপাদন বৃদ্ধি ও আবাদ সম্প্রসারণ, বসত বাড়ির আঙ্গিনার উপযুক্ত ব্যবহার, শস্যবিন্যাসে ডাল, তেল, মসলা ও সবজি জাতীয় ফসল অন্তর্ভুক্ত করে ফসলের বহুমুখীতা এবং নিবিড়তা বৃদ্ধি, বাংলা গ্যাপ সূচনা এবং বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, সম্প্রসারণ কর্মীর প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, কৃষক কৃষানীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিকরণ, দ্রুত প্রযুক্তি বিস্তারে ই-কৃষি প্রবর্তন, খামার যান্ত্রিকিকরণ, শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপণা উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যবহার করে প্রদর্শনী আকারে বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও পুষ্টি বাগান স্থাপন, মাটির স্বাস্থ্যরক্ষায় জৈবসার উৎপাদন ও অধিক ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধকরণ এবং এ ক্ষেত্রে উদ্যোক্তা তৈরী করণ।