১। আধুনিক কৃষি প্রযুক্তি ও ফসলের নতুন জাত সম্প্রসারণ কার্যক্রমঃ
- প্রদর্শনী স্থাপন
- মাঠ দিবস
- কৃষক র্যালি, কৃষি প্রযুক্তি মেলা।
- দলীয় আলোচনা ও ব্যক্তিগত যোগাযোগ ।
- ই-কৃষি সার্ভিস
- সেমিনার ও ওয়ার্কসপ
- পোস্টার , লিফলেট , ফ্লিপ চার্ট ।
২। কৃষকদের দক্ষতা উন্নয়ন:
- কৃষক প্রশিক্ষণ (তাত্ত্বিক ও ব্যবহারিক)
৩। কৃষির সমস্যা বিষয়ে পরামর্শ :
- ইউনিয়ন কমপ্লেক্স এবং কৃষি পরামর্শ কেন্দ্রে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বারা কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
- ই-কৃষি সার্ভিস
- উপজেলা কৃষি অফিস
- উপ-পরিচালকের অফিস
- কৃষকদের ফসলের মাঠ পরিদর্শন
৪। কৃষি উপকরণ সহজলভ্যকরণ :
- বিসিআইসি ও খুচরা সার বিক্রেতাদের মাধ্যমে বিভিন্ন প্রকার সার বিতরণ।
- কীটনাশক ডিলারদের মাধ্যমে বিভিন্ন প্রকার কীটনাশক বিক্রয় করা।
- বিএডিসি’র বীজ ডিলারদের মাধ্যমে বিভিন্ন প্রকার বীজ বিক্রয় করা।
- চাষী পর্যায়ে বীজ সংরক্ষণ।
- প্রাইভেট বীজ কোম্পানীর মাধ্যমে বীজ সরবরাহ ।
৫। কৃষক সংগঠন :
(১) আইপিএম এর মাধ্যমে।
৬। ভর্তুকি: কৃষি ভর্তুকির কার্ড সরবরাহ, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন, কৃষি প্রনোদনা প্যাকেজ।
৭। কীটনাশক ডিলার নিয়োগ।
৮। নিয়মিত সার ও বীজ মনিটরিং ব্যবস্থাপনা পরিচালনা করা।